সিলেট ওসমানী মেডিকেল কলেজে করোনাভাইরাস পরীক্ষার কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহের প্রথম দিকেই। সব কিছু ঠিক থাকলে রবি কিংবা সোমবার থেকে সিলেটে শুরু হচ্ছে করোনা পরীক্ষার কাজ। যদি ২৪ ঘণ্টা মেশিন সচল থাকে তাহলে এই সময়ের মধ্যে ২০০ জনের করোনা পরীক্ষা করা যাবে।
এই তথ্য জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায়।
তিনি আরো জানান, যদি শনিবারের মধ্যে কাজ শেষ হয়ে যায় তাহলে রবিবার থেকে সিলেটেই শুরু হচ্ছে করোনাভাইরাস পরীক্ষার কার্যক্রম।