অবশেষে করোনাভাইরাসের কাছে হার মেনে এ পৃথিবী থেকে বিদায় নিলেন করোনা রোগী বিয়ানীবাজারের সাবেক মেম্বার আবুল কাশেম। বুধবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।

রাত ২টারর দিকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহেনুর রহমান শাহিন তার মৃত্যুর সংবাদটি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিজেই সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হন করোনা পজেটিভ শনাক্ত হওয়া আবুল কাশেম। পরে সেখানে ভর্তি হওয়ার ঘন্টা দুয়েক পর তিনি মৃত্যুবরণ করেছেন।

জানা গেছে, আবুল কাশেমের বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা টুকা গ্রামে। তিনি তিলপাড়া ইউনিয়ন পরিষদের দু’বারের সাবেক ইউপি সদস্য। আবুল কাশেম পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারের একজন ওষুধ ব্যবসায়ী এবং তার ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন একটি ভবনে স্বপরিবারে তিনি ভাড়া নিয়ে বসবাস করতেন।

এদিকে, এর আগে বুধবার রাত ১০টার দিকে আবুল কাশেম পালিয়ে বেড়াচ্ছেন বলে জানান গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডাঃ মোঃ শাহনেওয়াজ রহমান। তখন তিনি বলেছিলেন, আমরা খবর পেয়েছি যে আবুল কাশেম প্রকাশ্যে সিলেট ও গোলাপগঞ্জসহ বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন। খোঁজ নিয়ে জেনেছি, তিনি বাড়িতেও যাননি। তাঁর ব্যবহৃত ব্যক্তিগত মুঠোফোন নম্বরে বারবার যোগাযোগ করলেও তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছেন। তিনি বলেন, এমতাবস্থায় আমরা বাধ্য হয়ে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে বিষয়টি অবগত করি। যাতে আবুল কাশেমের কোন সন্ধান পেলে আমাদেরকে দ্রুত জানান এবং আমরা তাঁর খোঁজ পেলেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *