গোলাপগঞ্জে পুলিশ সদস্য সহ নতুন করোনা আক্রান্ত ৫জন রোগী সনাক্ত করা হয়েছে। তার মধ্যে পৌর এলাকার টিকরবাড়িতে ২জন, আছিরগঞ্জ বাজারে ১জন ও গোলাপগঞ্জ উত্তর বাজারে ২জন রয়েছেন।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।

তিনি জানান, টিকরবাড়িতে ৫০বছরের মহিলা ও ৩০বছরের ১জন পুুরুষ, আছিরগঞ্জ বাজারে ২১বছরের যুবক, ও গোলাপগঞ্জ উত্তর বাজারে ৪৩বছরের মহিলা ও ২৩বছর বয়সের একজন পুলিশ সদস্য রয়েছেন।

এনিয়ে গোলাপগঞ্জ উপজেলায় মোট ৩১জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। ‍সুস্থ হয়েছেন ৩জন এবং ১জন মৃত্যুবরণ করেন।

এদিকে শনিবার উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৩৮জনের নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ পর্যন্ত উপজেলায় মোট ৪২১জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডা. মনিসর চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *