বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারের সামাজিক সংগঠন হাসি-খুশি ফ্রেন্ডশীপ সিএন রয়েল’র উদ্যোগে তৃতীয় ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে, বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত দ্রুত বাড়াছে, এই ভাইরাসের প্রভাবে নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে, কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। নিম্ন আয় এবং কর্মহীন খশির মৌজার গ্রামের মানুষের পাশে তৃতীয় ধাপে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে বৈরাগীবাজারের অন্যতম সামাজিক সংগঠন হাসি-খুশি-বোর্ড-ফ্রেন্ডশীপ-সিএন-রয়েল।
আজ বুধবার ২২ মে ২৭ এ রমজান বিকাল ২ ঘটিকার সময় বোর্ডের দায়িত্বশীলরা স্থানীয় এলাকার অসহায় ও দরিদ্র ৫০টি পরিবারের হাতে ২ কেজি ময়দা,১ কেজি তৈল,১কেজি চিনি,সেমাই ২টি,চা পাতা হাফ কেজি,ও হাফ কেজি দুধ তুলে দেন।