প্রাণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের জন্য গৌরবের ব্যাপার বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৯ মে) করোনাকালীন প্রথম কেবিনেট মিটিংয়ে অংশ নিয়ে হোয়াইট হাউজে তিনি এ কথা বলেন। বিবিসির খবর।


কেবিনেট মিটিংয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের করোনা টেস্ট পদ্ধতি অন্য যে কোনো দেশের তুলনায় উন্নত হওয়ার কারণেই এত এত আক্রান্তের ব্যাপারে আমরা নিশ্চিত হতে পেরেছি। সেদিক থেকে আমাদের এই অর্জন গর্ব করার মতই।


এসময় তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে বলেন, যখন আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানের বিষয়টি প্রচার করা হয়, তার সঙ্গেই যেনো টেস্টের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র সবার চেয়ে এগিয়ে– সে বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৫ লাখ ৭০ হাজার ৫৮৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিন লাখ নিয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া।


এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার (১৯ মে) পর্যন্ত তারা মোট এক কোটি ২৬ লাখ করোনা টেস্ট করিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *