আজ জুমাতুল বিদা। রমজান মাসের শেষ শুক্রবারকে জুমাতুল বিদা বা শেষ জুমা হিসেবে পালন করে মুসলিম বিশ্ব। ইসলাম ধর্মাবলম্বীরা দিনটি ইবাদত-বন্দেগি ও জিকির আজকারের মাধ্যমে পালন করেন। এ দিন জুমার নামাজে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা।

বিগত বছরগুলোতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমাতুল বিদার দিনে জুমার নামাজে সোয়া এক লাখ থেকে দেড় লাখ মুসল্লির নামাজের ব্যবস্থা করা হতো। কিন্তু করোনাভাইরাসের বিস্তার রোধে এবার নেই কোনো বিশেষ কর্মসূচি। আজ সব মসজিদে জুমার নামাজ আদায় করা হবে সামাজিক দূরত্ব মেনে।

একজন মুসলিমের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা অধিকতর।

শেষ শুক্রবার জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়। বিশেষ দোয়া মোনাজাত হয়। তবে এবার করোনার কারণে বড় ধরনের জমায়েত এড়িয়ে চলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *