মোঃইবাদুর রহমান জাকির বিশেষ প্রতিনিধিঃ (কোভিড-১৯)করোনা ভাইরাসে যখন বিশ্বব্যাপি চরম হতাশা বিরাজ করছে,আমরা যখন লকডাউনে রয়েছে সারা দেশ, তথাপি গ্রামের অসহায় লোকজনের কথা বিবেচনা করে আমাদের সাধ্যমতো সিলেট জেলার বিয়ানীবাজার পূর্ব মুড়িয়া আভঙ্গী গ্রামের কৃতি সন্তান মাছুম আহমদ(ইতালি প্রবাসী) ও আহমেদ ফয়েজ হানিফ(ফ্রান্স প্রবাসী) অর্থায়নে আভঙ্গী দুর্জয় জনকল্যাণ সংস্থার ব্যাবস্থাপনায় গ্রামের লোকের পাশে থাকার লক্ষ্য নিয়ে নূন্যতম সহযোগিতা হিসেবে কিছুটা হলেও গ্রামের মানুষের কাছে পৌছে দেওয়ার উদ্দেশ্যে ঈদসামগ্রী সরবরাহ করা হয়েছে।এতে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযুদ্ধা: আব্দুর রহিম(বিলাল)বীর মুক্তিযুদ্ধা:মঈন উদ্দিন,আরও ছিলেন আভঙ্গী দুর্জয় জনকল্যাণ সংস্থার সদস্যবৃন্দ।দায়ত্বশীল আরো জানান,গ্রামের জনগনের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার আমাদের অতীত,বর্তমান ও ভবিষ্যতে সকল ধরনের দূর্যোগ মোকাবেলায় খাদ্যও ত্রান সামগ্রীয় বিতরন কার্যক্রম অব্যাহত ছিলও আগামীতে থাকবে ইনশাআল্লাহ ।সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। পরিশেষে,সরকারের সকল বিধিবিধান মেনে চলার জন্য গ্রামের সকল জনগন’র প্রতিও আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *