করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের কাছে স্বজনরাই যখন কাছে ভিড়ছেন না, সেই সময় তাদের দাফনে এগিয়ে আসেন নারায়ণগঞ্জের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। শুধু তাই নয়, করোনা ভাইরাস সংক্রান্ত যেকোন ধরণের সহযোগিতা, মধ্যবিত্তের ঘরে নীরবে ত্রাণ পৌঁছিয়ে দেয়া, সবজি বিতরণসহ নানা ধরণের কাজ করে যাচ্ছিলেন তিনি। মানবিক কাজ করে দেশে-বিদেশে আলোচিত এই জনপ্রতিনিধি নিজেই এখন করোনা ভাইরাসে আক্রান্ত। আজ শনিবার তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভে এসেছে। এর আগে তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।

করোনা আক্রান্তের বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। হাসবুনিল্লাহি ওয়া নিমাল ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *