নিউইয়র্ক ডেস্ক :: মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা আল্লামা দেলওয়ার হােসাইন সাঈদীর মুক্তি চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন জানিয়েছেন। ৭,৫০০ এর অধিক মানুষের স্বাক্ষর সম্বলিত এই আবেদন গত সােমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসী ফ্রি মাওলানা সাঈদী ক্যাম্পেইনের কনভেনার কাওছার আহমদ মারুফ। | প্রবাসীরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, আমরা আমাদের মাতৃভূমির জন্য গর্ববােধ করি। নানাবিধ সীমাবদ্ধতার মধ্যেও আপনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। | তারা বলেন, বিশ্বব্যাপি কোভিক-১৯ ভাইরাস পরিস্থিতি অবনতি হচ্ছে। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মান, তুরস্ক, বাহরাইন, আয়ারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ বয়স্ক ও হুমকিমুক্ত বন্দিদের মুক্তি দিচ্ছে। বয়স্ক ও অসুস্থতা বিবেচনায় আমরা আল্লামা দেলওয়ার হােসাইন সাঈদীর মুক্তি দাবী করছি।

প্রবাসীরা বলছেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উর্ধ্বে উঠে, ধর্মীয় ও মানবিক দিক বিবেচনায় আল্লামা সাঈদীকে মুক্তি দিন। তিনি দীর্ঘ ৪০ বছর যাবত লক্ষ লক্ষ মানুষের মাঝে কুরআনের শিক্ষা দিয়েছেন। তার তাফসির থেকে নানা শ্রেণী, পেশা ও দল মতের মানুষ উপকৃত হয়েছেন। তিনি দেশ ও জাতির কল্যাণে দুইবার জাতীয় সংসদ সদস্য হিসেবে ভূমিকা পালন করেছেন।

কোভিক-১৯ ভাইরাস পরিস্থিতিতে আল্লামা সাঈদীকে মুক্তি দিয়ে তার পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযােগ দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরােধ জানান। | ক্যাম্পেইনের এডভাইজার হিসেবে রয়েছেন, ড. জুনুন চৌধুরী, অরগানাইজিং মেম্বারদের মধ্যে রয়েছেন, আবদুল মুতালেব, মােহাম্মদ সালাহউদ্দিন, আবদুল্লাহ আল মামুন, জুহায়েব চৌধুরী, জাহিদ হাসান, হাফেজ মােহাম্মদ হক, হাফেজ যাকির আহমেদ, হাফেজ আবু ছুফিয়ান, জুবের আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *