মোঃ ইবাদুর রহমান বিশেষ প্রতিনিধিঃ নোবেল করোনা ভাইরাসের (কোভিড ১৯) প্রাদুর্ভাবে পুরো পৃথিবী যখন লক ডাউন। প্রতিদিন কেড়ে নিচ্ছে হাজারো তাজা প্রাণ। অসহায়ত্ব নেমে এসেছে জনজীবনে এক দিকে ক্ষুধার জ্বালা অন্যে দিকে লাশের বন্যা। বাংলাদেশ তার বাইরে নয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে সংক্রমণের সংখ্যা দীর্ঘ সারি হতে চলছে বৃদ্ধি হোম কোয়ারাইন্টানের সংখ্যা। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুরো দেশ লক ডাউন করছে সরকার। এতে অসহায় হয়ে পরেছেন নিম্ন ও মধ্যে আয়ের মানুষ দিনমজুর।
সরকারের পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এ দেশের বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠন তাঁরই ধারাবাহিকতায় ব্যাতিক্রম নয় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ও বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তি ও সংগঠনের উদ্যোগে চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম তাঁরই প্রেক্ষিতে (৭ ই মে)বৃহস্পতিবার বাদেপাশা ইউনিয়নের অন্যতম সামাজিক সংগঠন আল-ইখওয়ান পরিষদ বাগলার ব্যবস্থাপনায় দেশী ও প্রবাসীদের আর্থিক সহযোগীতায় বাগলা গ্রামের অসহায় শ্রমজীবী নিম্ন ও মধ্যবিত্ত ২০৫ (দুইশত পাঁচ) পরিবারের মাঝে দুই লক্ষ পাঁচ হাজার টাকা মূল্যের (প্রতি প্যাকেটে এক হাজার টাকার সমপরিমাণ খাদ্য সামগ্রী ) “রামাদ্বান ফুড প্যাক” বিতরণ করা হয়েছে।
উক্ত সংগঠনের দায়িত্বশীলরা বলেন এভাবে প্রত্যেক সামাজিক সংগঠন গুলো যদি সমাজের অসহায়দের জন্য কাজ করে তাহলে মানুষ এতো কষ্টের শিকার হতে হবে না খাদ্য বিতরণে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরব্বিগন ও সংস্থার সকল সিনিয়র সদস্য বৃন্দ।