সিলেট বিভাগে নতুন করে আরও ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্ত হওয়াদের মধ্যে  ৬ জনই সিলেট জেলার।

এসব তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, রোববার ওসমানীতে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধে ৯ টি পজেটিভ আসে। শনাক্ত হওয়াদের মধ্যে ৬ জন সিলেট জেলার, একজন মৌলভীবাজারের ও ২ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

এনিয়ে পুরো বিভাগে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩৭ জন। এরমধ্যে সর্বোচ্চ ৭৪ জন শনাক্ত হয়েছেন হববিগঞ্জ জেলায়। তবে রোববার হবিগঞ্জে নতুন করে কোনো রোগী শনাক্ত হননি।

দেশে করোনা ভাইরাস সংক্রমন শুরুর পর গত ৭ মে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়।

সিলেট বিভাগে শুক্রবার একদিনেই ১১৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *