দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত ৬ জন সেনা সদস্য মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃত্যুবরণ করা ৬ জনের মধ্যে চার জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং বাকি দুইজন কর্মরত সেনা সদস্য। অবসরপ্রাপ্ত সবার বয়স ৭০ বছরের বেশি। আর বাকি দুইজন সেনা সদস্য দীর্ঘদিন ধরে অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

এ ছাড়া এখন পর্যন্ত ৩৪৫ জন সামরিক ও তাদের পরিবারের সদস্য ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে ৮৮ জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। দেশের বিভিন্ন সিএমএইচ হাসপাতালে ভর্তি থাকা বাকিরাও সুস্থ হওয়ার পথে।

আইএসপিআর জানায়, বাংলাদেশে কোভিড -১৯ এর সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই ভাইরাসটিতে সংক্রমিত সশস্ত্র বাহিনীর সদস্যদের চিকিৎসার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই প্রেক্ষিতে ঢাকা সিএমএইচসহ সকল সেনানিবাসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

মরণঘাতী করোনাভাইরাসে গত একদিনের ব্যবধানে দেশে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে দেশে ১ হাজার ৩৪ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ হাজার ৬৯১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১১ জনের। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩৯ জন।

একদিনের ব্যবধানে দেশে আরো ২৫২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২ হাজার ৯০২ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর করোনা আক্রান্ত ব্যক্তির প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ।

সূত্রঃ ২৪ নিউজ পেপার লাইভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *