কানাডার ইতিহাসে প্রথমবারের মতো মসজিদে মাইক ব্যবহার করে আজান প্রচারের অনুমতি দেয়া হয়েছে। কানাডার বেশ কয়েকটি শহরে পবিত্র রমজান উপলক্ষে এই অনুমতি দেয়া হয়েছে।
এখন থেকে রাজধানী অটোয়ার পাশাপাশি টরেন্টো, এডমন্টন ও হ্যামিল্টন শহরের মসজিদগুলো থেকে জোহর, আসর ও মাগরিবের নামাজের আজান দেয়া যাবে। এমন সংবাদ প্রচার করেছে সিবিসি নিউজ।তবে এই অনুমতি শুধুমাত্র পবিত্র রমজান উপলক্ষে। তবে মুসলিম সোসাইটির মুখপাত্ররা জানিয়েছেন সারা বছর যাতে আজান প্রচার করা যায় তারা সেটির জন্য চেষ্টা করবেন। এতদিন কানাডায় মসজিদে নামাজ পড়ার অনুমতি থাকলেও মাইকে আজান দেয়ার অনুমতি ছিল না।
এ সম্পর্কে হ্যামিল্টন শহরের ‘মাউন্টেন’ মসজিদের ইমাম সাইয়্যেদ তুরা বলেছেন, কানাডায় বসবাসরত মুসলমানদের জন্য আজকের দিনটি ঐতিহাসিক। কারণ, তারা আজ প্রথমবারের মতো মসজিদ থেকে আজান প্রচারের অনুমতি পেয়েছে।একইভাবে কানাডা সরকারের প্রশংসা করে অটোয়ার আহমদিয়া মুসলিম জামাত মসজিদের ইমাম লোকমান আহমেদও এটা ইসলামের একটি বিজয় বলে উল্লেখ করেন।