
সৌদি থেকে আফতাব আহমেদ : একটি ছাগলের মূল্য সর্বসাকূল্যে ৩১ হাজার রিয়াল ।
বাংলা টাকায় যায় মূল্য(৩১০০০×২৩=৭,১৩,০০০) টাকা প্রায়।
সৌদি আরব ঈদ থেকে চলমান ৫দিন ২৪ ঘন্টা লক ডাউন এর মধ্যে রিয়াদের হারা থেকে আমাদের তিন বাংলাদেশি সচেতন ভাই গেছে ছাগল কিনতে ।
ছাগল কিনে আসার সময় রাস্তায় সৌদি পুলিশের হাতে ধরা।
আটকের পর ৩ জনের কাছ থেকে ১০ হাজার করে ৩০ হাজার রিয়াল জরিমানা।
ছাগল কিনতে গিয়ে জরিমানা সহ ছাগলের মূল্য ধারায় কত ?
বাসায় এসে হিসেব করলেন একটি ছাগল কিনতে খরচ হয়েছে মোট ৩১ হাজার রিয়াল ।