বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের সুনাম ধন্য ঐতিহ্যবাহী বৈরাগীবাজারের পূর্ব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের রাস্তা কুশিয়ারা নদীর ভাঙনের শিকার। নদী তীরবর্তী বাজার ভাঙতে ভাঙতে এবার বৈরাগীবাজার কেন্দ্রীয় মসজিদ ও খেয়াঘাট রাস্তা বিলীন প্রায়। এ অবস্থায় স্থানীয় মুসল্লিরা নদী ভাঙন রোধে প্রবাসীসহ সরকারের সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।

আজ বুধবার (২৮ মে) স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নদীর ভাঙন কবলিত স্থানে দাঁড়িয়ে প্রতীকি প্রতিবাদ জানিয়ে রাস্তাটি রক্ষার আকুতি জানান তারা। সমবেত ব্যক্তিরা জানান, মসজিদে যাওয়ার ও খেয়া পারের এ রাস্তা ভাঙনের হাত থেকে রক্ষা করতে স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন। চেয়ারম্যান সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করান। কিন্তু এই যে পরিদর্শন হল, তারপর আর কোনো উদ্যোগ নিলেন না চেয়ারম্যান বা পাউবো।

এ সময় বৈরাগীবাজারের পূর্ব বাজার মসজিদের রাস্তার ভাঙন রোধে ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানান।
তুতিউর রহমান তোতা বলেন, এখনই ভাঙন রোধ করা প্রয়োজন। তা-না হলে রাস্তার পর বাজার নদী গর্ভে বিলীন হয়ে যাবে।

সৌজন্যে: সাত্তার আজাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *