“গাছে গাছে সবুজ দেশ, গড়বো সোনার বাংলাদেশ”
এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার(৭) বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ঐতিহ্যবাহী পাকশাইল গ্রামের সামাজিক সেবামূলক সংস্থা পাকশাইল গ্রেট ভিশন এসোসিয়েশন এর উদ্যোগে, নতুন মাটি ভরাট করা এলাকার একমাত্র বৃহত্তম কবর স্থানে প্রায় ২০০ টি আকাশি, বেলজিয়াম ও বিভিন্ন প্রজাতির ফুল গাছের চারা রোপণ করার লক্ষ্যে আনয়ন করা হয়েছে। প্রায় ১১০ টি চারা লাগানোর মাধ্যমে এই মহৎ কাজের শুভ উদ্ভোধন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পাকশাইল গ্রামের সম্মানিত মেম্বার আব্দুল মতিন কদর, গ্রেট ভিশনের সম্মানিত উপদেষ্টা আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, ফয়ছল আহমদ, পাকশাইল মোকাম কমিটির সেক্রেটারি আব্দুল কুদ্দুস।

গ্রেট ভিশনের সেক্রেটারি শাহিদুর রহমান জুনেদ, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সেক্রেটারি সাহিদুল হক, সহ সেক্রেটারি ইমন আহমদ, অর্থ সম্পাদক নাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক কবির আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক কামরুল আহমদ ও মাহবুবুল আলম, ছাত্রকল্যাণ সম্পাদক সাইফুল হোসেন পাবেল, শ্রমিক কল্যাণ সম্পাদক ফয়ছল আহমদ টিপু, রাহেদ আহমদ, এমাদ, জুনেদ, মারুফ, কিবরিয়া প্রমুখ।

উল্লেখ্য গত ১৫ দিন থেকে গ্রেট ভিশনের পরিচালনায় মানবতার ঘর নামে একটি দোকান থেকে এলাকার অসহায়, হত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারকে সম্পূর্ণ বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য, সবজি ও মাছ দিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *