সারাদেশে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৬৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আরও দুজনের মৃত্যুও হয়েছে। তবে শনি ও রোববার আসা করোনা পরীক্ষার রিপোর্টে অনেকটা স্বস্তি রয়েছে বিয়ানীবাজারে। রোববার আরও ৫জনের করোনার রিপোর্ট নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা। গত সপ্তাহে দুজন করোনা আক্রান্ত হওয়ায় কমিউনিটি ট্রান্সমিশনের যে শংকা ছিল সেখানে দুদিনের জন্য হলেও স্বস্তিতে রয়েছেন দায়িত্বশীলরা।

তবে কথা হচ্ছে নমুনার বিশাল সংখ্যার পরীক্ষার ফলাফল আসার পর কতটা স্বস্তিতে বিয়ানীবাজার সেটি জানা যাবে কাল পরশুর মধ্যে। এ পর্যন্ত ৭৬ নমুনার মধ্যে ৩৯টি নেগেটিভ ও ২টি পজেটিভ এসেছে। নমুনার ফলাফলের অপেক্ষায় আছে ৩৫টি।

বিয়ানীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ২৪ এপ্রিল। টাঙ্গাইল থেকে আগত জুয়েলার্স কারিগর আকবর করোনায় আক্রান্ত হন। তিনি সিলেট শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন। তার দ্বিতীয় নমুনায় করোনা পজেটিভ ছিল। তার সংস্পর্শে আসা আলম নামের আরেকজন করোনা রোগী শনাক্ত হয়েছেন গত ৩০ এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *