বিয়ানীবাজারের কুশিয়ারা নদীতে এক জেলের জালে ‘সাকার মাউথ ক্যাটফিস’ নামের একটি বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার এলাকার কুশিয়ারা নদীতে মাছ ধরার সময় রহিম উদ্দিন নামের স্থানীয় এক জেলের জালে এ মাছটি ধরা পড়ে। তবে জেলেরা জানান, এ মাছের নাম ‘টাইগার মাছ’।

পরে শুক্রবার বিকালে স্থানীয় বৈরাগীবাজারে মাছটি বিক্রির জন্য আনা হলে দৃষ্টিনন্দন বিরল প্রজাতির এ মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান। তবে বাজারে অচেনা এ মাছ বিক্রির জন্য কোন ক্রেতা পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, ওই বিক্রেতা মাছের দাম নির্ধারণ জটিলতা ও ক্রেতা না পাওয়ায় পরে কুশিয়ারা নদীতে মাছটি অবমুক্ত করে দেন।

জানা গেছে, বিরল প্রজাতির এ মাছটির প্রকৃত নাম ‘সাকার মাউথ ক্যাটফিস’। এর শরীরে বাদামি ও কাল রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। এই মাছগুলো মুখ দিয়ে চুষে খাবার খায়। এরা সাধারণত মিঠা পানির তলদেশে বাস করে এবং শেওলা জাতীয় উদ্ভিদ খায়।  মাছটি সাধারণত একুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহার করা হয়।

উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিরল প্রজাতির এই মাছটি বিদেশী মাছ। ভারত কিংবা দেশের অভ্যন্তরের কোনো পুকুর থেকে মাছগুলো ভেসে আসতে পারে বলে ধারণা করছেন মৎস্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *