বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার রিজাল্ট প্রকাশিত হয়েছে।

বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শাখায় দুইজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন বৈরাগীবাজার আদর্শ বিদ্যানিকেতনের সরকারী শিক্ষক আবুল খয়ের এর মেয়ে ছাবিকুন নাহার ইফফাত ও বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মরহুম আব্দুল হাদি এর মেয়ে রুবামা হাদী শৈলী।

এবার এসএসসি পরিক্ষায় মানবিক শাখায় ১৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১০৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয় ৪৬ জন অকৃকার্য। জিপিএ-৫ ০, এ ৩, এ-৯, বি ৩৮, সি ৫৪, ডি ২ জন, পাশের হার ৬৯ দশমিক ৭৪ শতাংশ।

বিজ্ঞান শাখায় ৪৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ৩৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়, ১৫ জন অকৃকার্য। জিপিএ-৫ ২, এ ১৭, এ-১১, বি ৩, সি ১ জন, পাশের হার ৬৯ দশমিক ৩৯ শতাংশ।

ভোকেশনাল শাখায় ৫১ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে ৪৩ জন শিক্ষার্থী কৃতকার্য হয় ৮ জন অকৃতকার্য হয়। জিপিএ-৫ ০, এ ১৫, এ-২৪, বি ৫ জন, পাশের হার ৮৪ দশমিক ৩১ শতাংশ।

করোনা পরিস্থিতিতে রোববার ই-মেইলের মাধ্যমে সিলেট শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ জানান, এবারে এক লাখ ১৬ হাজার ১০৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৯১ হাজার ৪৮০ জন পাস করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *