ও মন রমজানের ই রোজার শেষে এলো খুশির ঈদ হ্যা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলীম জাতির সর্ব বৃহৎ অনুষ্ঠান ঈদ-উল-ফিতর চলে এলো।
এক মাস সিয়ামের রহমত, বরকত, নাজাতের তিনটি ধাপ অতিক্রম করে মহান প্রভুর দেয়া রোজাদারদের জন্য এক অপূর্ব নিয়ামত ঈদ। যারা দীর্ঘ এক মাস রোজা পালন করেছে তাদের জন্য ঈদ বয়ে আনে অনাবীল আনন্দ।
বৈরাগীবাজার নিউজ ডট কমের উপদেষ্টা মন্ডলীরা- মো. রুহুল আমীন- যুক্তরাজ্য প্রবাসী, ফারুক আহমদ- যুক্তরাষ্ট্র প্রবাসী, মো. ইমদাদুল হক ইকবাল – যুক্তরাষ্ট্র প্রবাসী, আনোয়ার হোসেন বাবর- যুক্তরাষ্ট্র প্রবাসী, জাকারিয়া আহমদ- ফ্রান্স প্রবাসী, আব্দুল আহাদ লিমন- যুক্তরাজ্য প্রবাসী
বৈরাগীবাজার নিউজ ডটকম এর পাঠক, শুভাকাঙ্ক্ষী, এডমিন, বার্তা সম্পাদক, সম্পাদক সহ সকল কলা কৌশলীদের পক্ষ থেকে রইল পবিত্র ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা। স্বাস্থ্যবিধি মেনে চলুন ঘরে থাকুন। ঈদ মোবারক।