বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার সিনিয়র আলীম মাদ্রাসার দাখিল পরিক্ষায় পাশের হার ৮৮ দশমিক ৬৩ শতাংশ।
বৈরাগীবাজার সিনিয়র আলীম মাদ্রাসা থেকে এবার ৪৪ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করে ৩৯ জন কৃতকার্য হয় ৫ জন অকৃকার্য হয়। এ গ্রেড ০৮টি, এ-১৩টি, বি ১৭টি, সি ০১টি, এবার এ+ প্লাস কেউ পায়নি।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। সেই হিসাবে চলতি মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে ফল তৈরির কাজ বন্ধ ছিল।