মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার প্রতিবন্ধী, হিজড়া ব্যাক্তিগণের ১০০টি পরিবারের মাঝে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে করোনা প্রাদূর্ভাব চলাকালিন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়, দুস্থ্য, মানুষের পাশে দাঁড়াতে জাতীয় সমাজসেবা অধিদপ্তরের বরাদ্ধ থেকে এগুলো বিতরণ করা হয়।
রবিবার (৩ এপ্রিল) দুপুরে বড়লেখা উপজেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে প্রতিবন্ধী,হিজড়া ব্যাক্তিগন ১০০ জন উপকারভোগীর হাতে এ নগদ অর্থ তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
এসময় ৫৩ জন অস্বচ্ছল প্রতিবন্ধী,৩ জন হিজড়া,২০ জন দলিত ও ২৪ জন অসহায়-দুঃস্থ উপকারভোগীর প্রত্যককে ৫০০ টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়।