সিলেটের জকিগঞ্জে নতুন করে করোনা আক্রান্ত হলেন আরো ১৪ জন। ৩০ মে শনিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার,পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুল্লাহ আল মেহেদি।
নতুন আক্রান্তরা হলেন, জকিগঞ্জ উপজেলা প্রকৌশলী মনসুরুল হক(৪৮), ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, উপজে’লা স্বাস্থ কমপ্লেক্সের স্বাস্থ সহকারী আতাউর রহমান আজাদ(৫০), উপজেলা ক্রীড়া সংস্থ্যার সাধারন সম্পাদক শিহাব উদ্দিন(৩৮), আনন্দপুর গ্রামের ফারুক আহমদ(৫২) জকিগঞ্জ পৌসভার ৩ নং ওয়ার্ডের আনন্দপুর পুর্ব এর খালেদা রহমান চৌধুরী (৩০),নাসিমা আক্তার(৩৮),সামছুন নাহার(২২),খায়রুন নাহার(২০),সুমাইয়া(১৮),নাফিস (সাড়ে চার) ও জাকারিয়া ( ১২), উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ের অফিস সহায়ক হু’মাইয়ুন (২৭) এবং জকিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের পীরেরচকের আব্দুল হালিম। আক্রান্তদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে একই পরিবারের শি’শু,মহিলাসহ ৯ জন রয়েছেন।
এর আগে ২৯ মে শুক্রবার উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন আরো ৪ জন। আক্রান্তরা হলেন, জকিগঞ্জ পৌর এলাকা আলমপুর নিবাসী ফয়েজ আহমদ(৩০), জকিগঞ্জ পল্লিবিদ্যুৎ অফিসের মোঃ জিয়া উদ্দিন(২৭), জকিগঞ্জ উপজেলা পরিসংখ্যান অফিসের অফিস সহকারী সঞ্জিত কান্তি দেব(৩৪) ও কৃষিব্যংক উপজেলা শাখার আব্দুল মুসব্বির(৩১)। আক্রান্ত ৪ জনই পারিবারিক আইসোলেশনে রয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এখন পর্যন্ত জকিগঞ্জে মোট ৩৯ জন সনাক্ত হলেও সুস্থ হয়ে উঠেছেন ৭ জন।