গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর পর এবার তার স্ত্রী ও দুই মেয়ের শরীরেও কোভিড-১৯ রোগ শনাক্ত করা হয়েছে। তারা সবাই বর্তমানে আইসোলেশনে আছেন। তবে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জ্বর না থাকলেও শ্বাসকষ্ট কিছুটা বেড়েছে। আজ রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি নিজেই তথ্যটি নিশ্চিত করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমার স্ত্রী ও দুই মেয়ের করোনা পজেটিভ এসেছে। গণস্বাস্থ্য কেন্দ্রের কিট দিয়ে প্রথমে তা ধরা হয়। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পিসিআর ল্যাবে টেস্ট করলেও একই ফলাফল আসে।

নিজের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, শরীরে এখন কোনো জ্বর নেই। তবে আগে শ্বাসকষ্ট ছিল না, কিন্তু এখন আছে।

এদিকে, ডা. জাফরুল্লাহ চৌধুরীর সংস্পর্শে আসা বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তবে তারা সবাই সুস্থ ও স্বাভাবিক এবং হোম আইসোলেশনে রয়েছেন।

গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তাদের উদ্ভাবিত কিট দিয়েই প্রথম তার করোনা শনাক্ত হয়। পরে বিএসএমএমইউ হাসপাতালে তার নমুনা পরীক্ষা করালেও রেজাল্ট পজেটিভ আসে।

ইতোমধ্যে তিনি করোনার চিকিৎসা হিসেবে দুই দফায় প্লাজমা থেরাপি নিয়েছেন বলে জানা গেছে। আগে থেকে কিডনির সমস্যা থাকায় তার নিয়মিত ডায়ালাইসিসও করাতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *