সিলেট জেলায় আরও ১২ জনের শরীরে ধরা পড়েছে করোনা। আক্রান্তরা সিলেটের কয়েকটি উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ১২ জনের শরীরে পাওয়া গেছে করোনার অস্তিত্ব।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৩ জনে।