মৌলভীবাজারের বড়লেখায় অঘোষিত লকডাউনে কাজকর্ম বন্ধ থাকায় বিপাকে পড়া গরিব ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে হিলফুল ফুযুল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ হলদিরপার।

১০ বছর পূতি উপলক্ষে হিলফুল ফুযুল ইসলামী সমাজ কল্যান পরিষদ হলদিরপার এর উদ্যোগে প্রবাসী সদস্যদে’র সার্বিক সহযোগিতায়, আব্দুল হান্নান এর তত্ত্বাবধানে গ্রামের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ৬০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (২০ শে মে) হিলফুল ফুযুল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর দায়িত্বশীল ও সদস্য বৃন্দ সকলের ঘরে ঘরে পৌঁছে দেন।

এবিষয়ে হিলফুল ফুযুল এর প্রদান উপদেষ্টা ও তত্ত্বাবধায়ক আব্দুল হান্নান বলেনঃ- মানুষ মানুষের জন্য বর্তমানে পরিস্থিতিতে হিলফুল ফুযুল পরিবার তাদের সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর প্রতেষ্টা অব্যাহত রয়েছে। আপনারা ও আপনাদের সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *