সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা আটশ’ ছাড়িয়েছে।

বৃহস্পতিবার সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত পরীক্ষাগারে মোট ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সিলেট জেলার ৫১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনজন স্বাস্থ্যকর্মী আছেন।

আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত ল্যাবে সুনামগঞ্জ জেলার আরো ১৮ জনকে করোনাক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এছাড়া ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে সিলেট বিভাগের আরো ৮ জনের করোনা পজেটিভ এসেছে। তাদের মধ্যে হবিগঞ্জের ৭ জন ও মৌলভীবাজারের ১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *