করোনায় প্রাণ কেড়ে নেওয়া বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের বাসিন্দা গোলাপগঞ্জ এলাকার পল্লিচিকিৎসক আবুল কাশেমের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) আসরের নামাজের পরে উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরার টুকা-মালোপাড়া এলাকায়র পারিবারিক কবরস্থানে উপজেলা প্রশাসনের সহায়তায় বিধিমোতাবেক আবুল কাশেমকে দাফন করা হয়।

এর আগে আবুল কাশেমের মরদেহ গোসল ও দাফন কাজটি সম্পন্ন করেন স্থানীয় কওমি ও আলিয়া মাদ্রাসা পড়ুয়া ইসলামিক ফাউন্ডেশনের একটি স্বেচ্ছাসেবী টিম। এ কাজে তাদের সহযোগিতা করেন বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ।

জানা গেছে, করনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া আবুল কাশেম পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারের একজন পল্লিচিকিৎসক ছিলেন। আছিরগঞ্জ বাজারে তার ফার্মেসির পাশেই একটি বাসা ভাড়া করে পরিবার নিয়ে থাকতেন। তিনি বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি গোলাপগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক।

গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি করা হয় করোনা পজেটিভ শনাক্ত হওয়া আবুল কাশেমকে। পরে সেখানে থাকা অবস্থায় রাত দেড়টার তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত ১৯ মে আবুল কাশেমের শরীরে করোনা শনাক্ত হয়। তিনি গোলাপগঞ্জ পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের প্রথম রোগীর সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে। আবুল কাশেমের পরিবারের ৫ সদস্যসহ ৬জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *