বিয়ানীবাজার উপজেলায় নতুন করে আরও ২জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় বিয়ানীবাজারের দুজনের রিপোর্ট পজিটিভ আসে।

আক্রান্ত দুজনের মধ্যে একজন হচ্ছে বিয়ানীবাজার পৌরশহরের ব্যবসায়ী গিফট কর্নারের স্বত্বাধিকারী আলী আহমদ কুনু মিয়া (৫৬)। তাঁর শরীরে গত ৫-৬ দিন থেকে জ্বর রয়েছে। আলী আহমদ কুনু মিয়ার বাড়ি পৌরশহরতলীর  খাসাড়ীপাড়া গ্রামে। আক্রান্ত অন্যজন হচ্ছেন পৌরশহরতলীর ফতেহপুর গ্রামের বাসিন্দা রোটারিয়ান এখলাছুর রহমানের ছেলে রেদওয়ান আহমদ (১৯)। রেদওয়ান আহমদ বড়লেখা উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের করোনা পজেটিভ মনোয়ার হোসেনের প্রত্যক্ষ সংস্পর্শে ছিলেন।

তথ্যসূত্রঃ বিয়ানীবাজার নিউজ ২৪ ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *