বিয়ানীবাজার উপজেলায় মাছের পোনা ধরতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) সকাল ৯টার দিকে খেতের মাঠে পানিতে তার লাশ দেখে আশেপাশের লোকজন উদ্ধার করেন। নিহত বৃদ্ধ পৌরসভাধীন দক্ষিণ নিদনপুর মাঝরকান্দি গ্রামের রছমান আলী (৭০)।
জানা যায়, রছমান আলী শুক্রবার সকালে গরুর ঘাঁস কাটতে যান। ঘাঁস কেটে বাড়ি ফিরে ঘরের লোকজনকে বলেন – ‘নতুন পানিতে মাছের পোনা দেখেছেন’। এই বলে পোনা ধরার জাল হাতে নিয়ে বেরিয়ে পড়েন সকাল ৮টার দিকে। ঘরের কারো নিষেধ মানেন নি তিনি। এর পর সকাল ৯টার দিকে খেতের মাঠে পানিতে তার লাশ দেখে আশেপাশের লোকজন উদ্ধার করেন। এরই মধ্যে মৃত্যু ঘটে তার। তবে কী কারণে তার মৃত্যু ঘটেছে তা জানা যায় নি।
এ ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের ধারণা- স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাই বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট মর্গে না পাঠিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নিহত বৃদ্ধের জানাযা বিকেল ৫ টায় নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে৷ পরে পারিবারিক কবরস্থান তার লাশ দাফন করা হয়।