বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রবাসী ও দেশী দাতা গণের আর্থিক অনুধানে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনাভাইরাস (কোভিড-১৯) সৃষ্ট সংকটে শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, সেই সব শ্রমজীবি কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার দিলো বৈরাগীবাজার ক্রীড়া সংস্থা।
আজ (২১ মে) বৃহস্পতিবার বেলা ২ ঘটিকায় সংস্থার কার্যালয় থেকে বৈরাগীবাজার এলাকার ৫৮০ পরিবারের মাঝে ঈদ উপহার গ্রামে মহল্লায় সংস্থার প্রতিনিধিগণ বাড়ী বাড়ী গিয়ে বন্টন করেন।

সংগঠনের সভাপতি তুতিউর রহমান তুতা এতেকাফে থাকার উনার মতামত পাওয়া যায় নি। সহসভাপতি আব্দুর রহিম বলেন এ মহামারী মুহুর্তে প্রবাসীরা খাদ্য সামগ্রী বিতরণে যারা যারা আর্থিক ভাবে আমাদের সহযোগীতা করেছেন সংস্থা তাদের প্রতি কৃতজ্ঞ। আমি সবার সার্বাঙ্গিন কামনা করি।

সাধারণ সম্পাদক আখতারুজ্জামান উজ্জ্বল বলেন বৈরাগীবাজার ক্রীড়া সংস্থা শুরু খেলাধুলা আর বিনোদনকে গুরুত্ব না দিয়ে মানুষের সেবাকে অধিক গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে।উনি সকল প্রবাসী এবং দেশী দাতাগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে লন্ডন প্রবাসী আকমল হোসেন দুলা মিয়া, আমিনুল ইসলাম মন্ট,লিমন, ময়নুল হক এবং মজনু সহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। উনি এই কাজটির আর্থিক সহযোগিতাকারী সকলের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন।
বন্টন কালে বৈরাগীবাজার ওয়ার্ড প্রতিনিধিগণের কাছে ঈদের উপহার সামগ্রী তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন সহসভাপতি ওলিউর রহমান, কয়ছর আহমদ, আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান উজ্জল, কাতার প্রবাসী বজলুর রহমান, মনসুর আলম, কোষাধ্যক্ষ লুৎফুর রহমান, সহকোষাধ্যক্ষ ওয়েছ আহমদ, দপ্তর সম্পাদক ডা. জয়নুল ইসলাম, সহক্রীড়া সম্পাদক হোসেন আহমদ, শহীদ আহমদ, তোফায়েল ওজিল প্রমুখ