যুক্তরাষ্ট্রে, মসজিদ-গির্জাসহ সব ধরনের ধর্মীয় স্থাপনা খুলে দিতে রাজ্য গভর্নরদের প্রতি আহ্বান জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপাসনালয়কে জরুরি সেবা আখ্যা দিয়ে তিনি বলেন, করোনা লকডাউনের আওতায় এগুলো থাকা উচিত নয়।

ডোনাল্ড ট্রাম্প বলেন, “গির্জা, সিনাগগ, মসজিদসহ সব ধর্মের উপাসনালয়কে জরুরি সেবার আওতাভুক্ত ঘোষণা করছি। অনেক রাজ্যেই মদের দোকান, গর্ভপাত করা ক্লিনিকগুলো জরুরি সেবার আওতায় খোলা। অথচ গির্জা ও অন্যান্য ধর্মীয় স্থাপনা বন্ধ। এটা অন্যায়। কারণ, যুক্তরাষ্ট্রে এখন সবচেয়ে বেশি দরকার প্রার্থনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *