বিয়ানীবাজারে নতুন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দেড় বছর বয়সী ছেলেসহ ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (২২ জুন) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার অরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে।
নতুন আক্রান্তরা হচ্ছেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুবের দেড় বছর বয়সী শিশু পিত্র আরাফ, ইউএনও অফিসের কর্মচারী আব্দুল্লাহ আল মামুন (৩৫) ও মিনা বেগম (৩৫), পৌরশহরের সঞ্জয় বিশ্বাস (৩৬), পৌরশহরতলী ফতেহপুরের আলী হোসেন (২৭) ও নিজ মহলপুরের জয়নাল আবেদীন (৪৩)।