বিয়ানীবাজারে করোনা ভাইরাসের বিস্তার ক্রমাগত বাড়ছে। নতুন নতুন এলাকায় রোগের বিস্তার ঘটায় উপজেলা প্রায় সবগুলো ইউনিয়নের এ রোগ ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় বুধবার নতুন আক্রান্ত ৫ করোনা রোগীর সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগে।

নতুন করে আক্রান্ত হওয়ায় ৫জনের পরিবার ও তাদের সংস্পর্শে আসাদের নমুনা নেয়া হয়েছে। নমুনা সংগ্রহের এ তালিকায় প্রথমবারের মতো উপজেলা সর্বোচ্চ কোন সরকারি কর্মকর্তার নাম আসলো। আক্রান্ত আফজাল হোসেনের সংস্পর্শে আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব, তার দেড় বছর কন্যাসহ ইউএনও কার্যালয়ের স্টাফ রয়েছেন। নমুনা দেয়া ২৬ জনের বয়স দেড় বছর থেকে ৫৫ বছর পর্যন্ত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আবু ইসহাক আজাদ বলেন, করোনার বিস্তার রোধ করতে সবাইকে সচেতন হতে হবে। কারণ একজন আক্রান্ত হলে প্রথমে শুধু তার পরিবার এবং সেটি পরবর্তীতে তার এলাকায় ছড়িয়ে পড়ার আশংকা থাকে। করোনা থেকে বাঁচতে হলে আমাদের ঘরে নিরাপদ থাকা ছাড়া কোন উপায় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *