বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারের খশিরবন্দ মোকামবাড়ী গ্রামের করোনাভাইরাস আক্রান্ত শারমিন বেগমের (২৭) আইসোলেশন নিশ্চিত করলো বিয়ানীবাজার উপজেলা হেল্থ কমপ্লেক্স।
আজ (২৯ জুন) সোমবার দুপুর ১২ ঘটিকায় বিয়ানীবাজার উপজেলা হেল্থ কমপ্লেক্স ও উপজেলা প্রশাসন এর দায়ীত্বশীলরা বাড়ীতে এসে আইসোলেশন নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: আবু ইসহাক আজাদ বলেন ছোঁয়াছে করোনাভাইরাস আক্রান্ত থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নাই, আপনার সচেতনতা পারে এ রোগ থেকে দূরে রাখতে, রোগীর প্রয়োজনীয় চিকিৎসা আমরা দিচ্ছি রোগী আলহামদুলিল্লাহ সুস্থ্য আছেন বাড়ীতে থেকে চিকিৎসা নিবেন। রোগী সংস্পর্শে তিন জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

শারমিন বেগমকে অভয় ও সমবেদনা জানাতে বাড়িতে গিয়ে উপস্থিত হন কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান এএফএম আবু তাহের ও ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মাসুম আহমদ তার সাথে বাড়িটি আইসোলেশন করতে এবং প্রয়োজনীয় চিকিৎসাসহ নিজ বাড়িতে আইসোলেশনে থাকতে পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আবু ইসহাক আজাদ।
শারমিন বেগমের স্বামী আব্দুল আহাদের ভাগনা রুহুল আমিন জানান আমার মামির করোনা উপসর্গ দেখা দিলে বিয়ানীবাজার উপজেলা হেল্থ কমপ্লেক্স গেলে দায়ীত্বশীলরা গত (২০ জুন) করোনা নমুনা সংগ্রহ করেন, নমুনা দেওয়ার সময় রোগীর অসুস্থ্য ছিলেন রিপোর্ট আসা এখন পর্যন্ত তিনি সুস্থ্য আছেন আগের মত করোনা উপসর্গ নাই।
উলেখ্য: (২৭ জুন) শনিবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার প্রকাশিত প্রতিবেদনে এ ফলাফলে শারমিন বেগমের করোনা পজেটিভ আসে, এ নিয়ে বৈরাগীবাজার এলাকায় তিন করোনা রোগী শনাক্ত হলেন দুজন রোগী সুস্থ্য হয়েছেন সোনালী ব্যাংক শাখার সিনিয়র কর্মকর্তা জুয়েল রানা ও ম্যানেজার শফিকুল ইসলাম।