
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের যথোপযুক্ত ব্যাবস্থাতেই বাংলাদেশে করোনায় মৃত্যু হার বিশ্বের অনেক দেশের চেয়ে কম । বলেছেন তথ্যমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
‘তথ্য-উপাত্তই বলে দেয়, বাংলাদেশে ক’রোনা’য় মৃ’ত্যুহা’র প্রতিবেশী দেশগুলো থেকে তো বটেই, ইউরোপ-আমেরিকার দেশগুলো থেকেও অনেক ক’ম এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের জী’বন বাঁ’চাতে সরকারের যথো’প’যু’ক্ত ব্য’বস্থা’ই এর কারণ’, বলেন তিনি।
ওয়ার্ল্ডোমিটার উপাত্ত উদ্ধৃত করে তিনি বলেন, ‘বাংলাদেশে ক’রো’না শ’না’ক্ত’ রো’গী’দের ১.৪৮ শতাংশ মৃ’ত্যু’ব’রণ করেছে, যা ভারতে ৩.২ এবং পাকিস্তানে ২.১৪ শতাংশ। যুক্তরাষ্ট্রে এ মৃ’ত্যুহা’র শতকরা ৫.৯৬, যুক্তরাজ্যে ১৪.৩৬, স্পেনে ১০ এবং ইতালিতে ১৪.১১ শতাংশ। এ পরিসংখ্যানই বলে, সরকারের সময়যোগি সিদ্ধান্ত দেশে করোনায় মৃত্যু বহুদেশের চেয়ে অনেক কম।