বিয়ানীবাজারের চারখাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃদ্ধ মহিলার নাম রেজিয়া খানম। তিনি গত মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় সিলেট নগরীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

আজ বুধবার (২৪ জুন) সকালে তাকে চারখাই ইউনিয়নের আদিনাবাদ গ্রামে দাফন করেছেন রোগীর আত্মীয় স্বজনরা।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১১ জুন বৃহস্পতিবার রেজিয়া খানম করোনার উপসর্গ নিয়ে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। সেখানে নমুনা দিয়ে তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয় এবং চিকিৎসা চলে। রোগীর বাড়ি বিয়ানীবাজার হলেও হাসপাতালে তার ঠিকানা উপশহর দেয়া হয়। এ কারণে বিয়ানীবাজারে রিপোর্টে আসেনি।

এদিকে, মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় রেজিয়া খানম ইন্তেকাল করেন। আজ বুধবার সকালে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসার পর আনুমানিক ১১ টায় রোগীর স্বজনরাই জানাজা ও দাফন সম্পন্ন করেন। এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন কিংবা স্বাস্থ্য বিভাগকে স্থানীয় কোন সচেতন ব্যক্তি কিংবা জনপ্রতিনিধি অবগত করেনি বলে জানিয়েছেন টিএইচও ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী।

উল্লেখ্য, রেজিয়া বেগমসহ বিয়ানীবাজারে এ পর্যন্ত করোনায় তিন জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন মোট ৫৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *