বিয়ানীবাজারে নতুন করে আরও দুজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সোমবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় প্রকাশিত প্রতিবেদনে তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩১জন এবং মারা গেছেন ৫জন।
নতুন আক্রান্তরা হচ্ছেন- দুবাগ ইউনিয়নের সাদিমাপুরের সুরাইয়া ইয়াসমিন (৬৬) এবং চারখাইয়ের আয়েশা খানম চৌধুরী (৩০)।