বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে চালকসহ ৩জন আহত হয়েছেন। এতে সিএনজি অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে গেছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিয়ানীবাজারের খশির আব্দুল্লাহপুর এলাকার হযরত রায়পুরী সিএনজি ফিলিং স্টেশনের সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদেরকে উদ্ধার করে স্থানীয়রা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রেরণ করেছেন। তবে সিএনজি অটোরিকশা চালকের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়সূত্রে জানা গেছে। তার শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরতে দেখা গেছে।