সিলেট জেলার বিয়ানীবাজারে নতুন করে ২৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের সংখ্যা। শনিবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার প্রকাশিত প্রতিবেদনে এ ফলাফল এসেছে। এ নিয়ে বিয়ানীবাজারে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ জনে। আর সুস্থ হয়েছেন ১৭ জন। মারা গেছেন ৩ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তরা হচ্ছেন শেওলা গ্রামের আলাউদ্দিন, সমিরুন নেছা, রুজি বেগম (২৮), চারখাই রহিমা বেগম, বিমল দেব বর্মন, (৩৫)টিএমএসএস খাসা, রাবেয়া বেগম (৬৫) কসবা, আনোয়ারা বেগম (৯০) খাসার শেখ আবুল কাশেম (৫০), আব্দুল্লাহ আল নোমান(৩০), জহুর উদ্দিন(৫৫) মাথিউরা পূর্বপার, হাজী আব্দুর রহিম(৬৫) সুপাতলা, সরওয়ার হোসেন(৩০) সুপাতলা, এমদাদুল হক রাকিব(২৬) উপজেলা তথ্য অফিস, আহমেদ বেলাল (৩৬) তিলপারা, শারমিন বেগম(৮৭) বৈরাগীবাজার, রায়হানা বেগম(৪৫)শ্রীধরা, মোল্লাপুর গ্রামের আবুল কাশেম(২৭), আব্দুল জব্বার তাফাদার(৭০) মোল্লাপুর, সালমা আক্তার মুন্নি মোল্লাপুর, শাহেনা বেগম(২৮) মোল্লাপুর, তাসমিয়া(০৭), তাসমিন আক্তার(৩৫)মোল্লাপুর ,রায়ান(১৩), রোহান আহমেদ(১৫), হাবিবুর রহমান(৪০) খাসা,দিঘীরপার মৃত বুরহান উদ্দিন(৬৫) খলাগ্রাম, মাথিউরা।
উপজেলার মোল্লাপুরে ৮জন, শেওলায় ৩জন,খাসায় ৫জন, মাথিউরায় ২জন, পৌর শহরে সুপাতলায় ২জন, চারখাইয়ে ১জন, কসবার ১জন, তিলপাড়ায় ১ জন, বৈরাগীবাজারে ১ জন, শ্রীধরায় ১জন এবং উপজেলা তথ্যসেবা কেন্দ্রের ১জন।
শনিবার রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, শনিবার নতুন করে ২৪জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া পুরাতন দুই রোগীর দ্বিতীয় স্যাম্পলের রিপোর্ট পজেটিভ এসেছে।