দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের নেগাল গ্রামে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম চেরাগ আলী (৬০)।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টার দিকে নেগাল গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- নেগাল গ্রামে পূর্ব শত্র“তার জের ধরে আজ বিকাল ৪টার দিকে দু’পক্ষেল মধ্যে সংঘর্ষ বাঁধে। দেশীয় লাঠিশোঠা, সুলফি, তীর, ধনুক সহ দেশীয় অস্ত্র সস্ত্র সজ্জিত হয়ে দু’পক্ষে মাঠে নামে। দুপক্ষের মুখোমুখি সংঘর্ষে ওই গ্রামের চেরাগ আলী (৬০) মারা যান।
পরে মোগলাবাজার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের সম্মুখে আরেক দফা সংঘর্ষ হয়। দু’দফা সংঘর্ষে অনন্ত ৫০ জনের উপরে আহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে নেগাল গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১১জনকে আটক করেছে পুলিশ।