সিলেটে আরও ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৪৯ জনের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজের উপ পরিচাপলক ডা. হিমাংশু লাল রায় বলেন, সোমবার ওসমানীতে ১৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫১ জনের করোনা শনাক্ত হয়।

শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট নগরী ও সদর উপজেলার রোগী রয়েছেন জানিয়ে তিনি বলেন, জকিগঞ্জ, কানাইঘাট ও গোলাপগঞ্জ উপজেলার রোগীরাও আছেন আজকের শনাক্তদের তালিকায়।

এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়। তাদের সকলেই সুনামগঞ্জ জেলায়। এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা হয় ১৭৭ টি।

এনিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১০৪০ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৬০৪ জন, সুনামগঞ্জে ১৭৪ জন, হবিগঞ্জে ১৯২ জন ও মৌলভীবাজারে ১২৮ জন শনাক্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *