সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মরদেহ সিলেট এসে পৌছেছে।
সোমবার দুপুরে লাশ বহনকারী এম্বলেন্সে করে সিলেট নগরীর ছড়ারপাড়স্থ বাসায় নিয়ে আসা হয় সাবেক মেয়রের মরদেহ।
এর আগে গতকাল রোববার ১৫ জুন রাত ২ টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু তিনি বরণ করেন।
উল্লেখ্য, গত ৫ জুন সাবেক মেয়রের নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে। জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ৬ জুন সকালে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় গত রবিবার সন্ধ্যায় তাকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে সিলেট থেকে ঢাকা নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।