বিয়ানীবাজারে এবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ বিয়ানীবাজার ব্যাটালিয়নের এক সদস্যের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসি লার ল্যাবে করোনা পরীক্ষায় তার করোনা পজেটিভ শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু ইসহাক আজাদ।
করোনা পজিটিভ শনাক্ত হওয়া বিজিবি সদস্য তরুন বিকাশ চাকমা (৩৩)। গত ৯ জুুন তার নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে প্রেরণ করা হয়। তিনি ইতোমধ্যে বিজিবির বিধি অনুযায়ী ব্যাটালিয়নের নিজস্ব আইসোলেশন সেন্টারে রয়েছেন। তাছাড়া তার শরীরে করোনার উপসর্গ থাকলেও রিপোর্ট আসার পূর্বেই উপসর্গবিহীন রয়েছেন।