মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সিন্দুরখান সড়কের পাশের ড্রেন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (২০জুন) দুপুরের দিকে স্থানীয় এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় এলাকারবাসী ও পুলিশ জানিয়েছেন, কে বা কারা নবজাতকের লাশ ড্রেনে ফেলে গেছে সে সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে সময়ের আগে গর্ভপাত করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। খুব শিগগিরই তথ্য উদঘাটন করা হবে।