বিয়ানীবাজার প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০৫ জন। এছাড়াও একই দিনে করোনায় একজনের মৃত্যু এবং সুস্থ হয়েছেন আরও ১০জন। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে একজন হচ্ছেন মাথিউরা ইউনিয়নের কান্দিগ্রাম এলাকার আফসার উদ্দিন (৮০)। মঙ্গলবার রাতে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় করোনা পজিটিভ প্রতিবেদন পাওয়ার ৩০ মিনিট পরই তিনি মৃত্যুবরণ করেছেন। এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকও রয়েছেন। তিনি হচ্ছেন ডা. নয়ন মল্লিক (২৮)।

আক্রান্ত অন্যরা হচ্ছেন- বিয়ানীবাজার পৌরসভার হারুন ভিলার মিজানুর রহমান (৩২), ফতেহপুরের দিলারা বেগম (৫০), আজির মার্কেটের মোঃ অলি আহমদ (২৫), নিমতলার ফয়সল আহমদ (৩০), লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামের তায়েফ আহমদ (২৫), দুবাগ ইউনিয়নের দুবাগ গ্রামের মিহির দেবনাথ (২৭) এবং অন্য দুজনের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

মঙ্গলবার রাতে নতুন করে আরও ১০জন করোনায় আক্রান্ত রোগী কে সুস্থ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে উপজেলায় করোনা থেকে সেরে ওঠার সংখ্যা দাড়ালো ১৩জনে। নতুন সুস্থ হলেন যারা- রেজাউল করিম (২৪), মোঃ আব্দুস সালাম (৫৭), রজত চন্দ (১৮), মোঃ আতা আলী (৩৫), মোঃ সাইফুর রহমান (৩৫), পার্থো সারথি (৩৩), মানিক দাস (৩২), শাখাওয়াত হোসেন(২৮), নুরুল ইসলাম (৩২)।

মঙ্গলবার নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়ে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৯জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *