বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পশ্চিম ঘুঙ্গাদিয়া গ্রামের করোনায় মৃত্যু বরণকারী আনোয়ারা বেগম (৯০) এর জানাযার নামাজ দাফনকার্য স্বাস্থ্য বিধি মেনে সম্পন্ন করেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বশীলরা এবং ইসলামিক ফাউন্ডেশনের সেচ্ছাসেবী দলে সদস্যরা। শনিবার (১১ জুলাই) বিকাল ৫:৪০ মিনিটে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
করোনা আক্রান্ত আনোয়ারা বেগম (৯০) বাড়ীতে হোম কোয়ারান্টাইনে চিকিৎসাধীন অবস্থায় আজ (১১ জুলাই) শনিবার পৌণে ১ টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।