বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সোমবার সকাল ১১ ঘটিকায় অফিস কক্ষে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ শিক্ষক প্রতিনিধিগণ, অভিভাবক সদস্যবৃন্দ ও দাতা সদস্যের সর্বসম্মতি ক্রমে টানা তৃতীয়বারের মত (হ্যাট্টিক) সভাপতি নির্বাচিত হয়েছেন আখতারুজ্জামান (আজব আলী)।

আখতারুজ্জামান (আজব আলী)’র সভাপতিত্বে, প্রথম সভায় সর্বসম্মতি ক্রমে শাহেদ আহমদকে শিক্ষানুরাগী সদস্য হিসেবে কোন-অপ্ট করা হয়।

সাধারণ শিক্ষক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে মোহাম্মদ আব্দুল হেকিম, মোহাম্মদ রায়হান আলী, মোছা. হাজেরা বেগম, অভিভাবক সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুস শুক্কর, জিয়াউল রহমান স্বপন, দুদু মিয়া, ওয়েছ আহমদ, মহিলা অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাফরুন নাহার পান্না, দাতা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হাজী মো. জালাল উদ্দিন।

বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *