বিয়ানীবাজার উপজেলায় নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত নতুন পাঁচ জন প্রবাসী বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বুধবার রাতে পাওয়া তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তরা হলেন, মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের দুবাই প্রবাসী মো. লোকমান রশিদ ও ঘুঙ্গাদিয়া গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মসুদ আহমেদ, কসবা গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী ফরহাদ আহমেদ ও জুবেদা বেগম, বাউরভাগ পাতনের রাসেল আহমদ।

এ নিয়ে বিয়ানীবাজার উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১০ জনে।