এসো হাতে হাত রেখে, সুন্দর সমাজ গড়ি সবাই মিলে” এই শ্লোগানে উজ্জীবিত ইনসাফ রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও আমেরিকা প্রবাসী সমাজসেবক আবু সায়েমের পৃষ্ঠপোষকতায় বড়লেখা হিফজুল কুরআন এতিমখানা ও বিওসি কেছরিগুল হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মহাগ্রন্থ আল-কুরআন, নুরাণি কায়দা, সিপারা, রেহাল,ও খাবার সামগ্রী বিতরণ করা হয়।

ইনসাফ রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাদিকুর রহমান ফাহিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ তাজুলের সার্বিক নির্দেশনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন বড়লেখা হিফজুল কুরআন এতিমখানা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান, মাদ্রাসার নির্বাহী কমিঠির সহ সভাপতি, কালাম আহমদ, ইনসাফ রক্তদান ও সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি তোফায়েল আহমেদ, সমাজকল্যান সম্পাদক আরিফ আহমদ, সদ্য জাহাঙ্গীর, সাইফুল,সাব্বির প্রমুখ।